top of page

আমাদের কথা

book02_edited.png

সত্যি বলতে কি হাতে বই নিয়ে পড়ার যে আনন্দ ডিজিটাল স্ক্রিনে সেই মজা নেই । কিন্তু উপায় কি, পাঠককুল যেমন সংস্কৃতি - সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনি লেখকেরাও উৎসাহ হারাচ্ছে। এই হিজিবিজি সময়ে আমাদের প্রয়াস হিজিবিজি ।

হিজিবিজি উদ্দেশ্য

দৈনন্দিন ছুটে চলা জীবনে বই পড়া বিষয়টা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে এবং পড়ুয়াদের কাছে সহজেই তাদের প্রয়োজনীয় বইয়ের খোঁজ দিতে একটা সুনিশ্চিত মাধ্যম জরুরী ছিল । যেখানে বই সংক্রান্ত ও শিক্ষা সংক্রান্ত সবকিছুর তথ্য ও সহযোগিতা পাওয়া যেতে পারে। হিজিবিজি লাইব্রেরী হলো সেই অনলাইন প্ল্যাটফর্ম । যেখানে নতুন ও পুরনো বইয়ের কেনাবেচা করা হয় এবং পুরনো বই ভাড়া দেওয়া হয় । এছাড়া, হিজিবিজি লাইব্রেরীতে ইবুক পড়ার ব্যবস্থাও আছে । হিজিবিজির সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে একজন ব্যক্তি হিজিবিজি গ্রাহক হিসাবে নথিভুক্ত হন । এরপর তাঁকে তাঁর প্রয়োজনীয় বইটি বেছে নিতে হয় তাঁর নির্ধারিত মূল্যের ভিত্তিতে, পাশাপাশি সেই গ্রাহক তাঁর সংগ্রহে থাকা বইটিও হিজিবিজি লাইব্রেরীতে মানিটাইজ করাতে পারেন । হিজিবিজি এই কাজটি সমগ্র বাংলা জুড়ে করে চলেছে । তাই এই বিশাল কর্মকাণ্ডে সহযোগিতার জন্য বর্তমানে হিজিবিজি লাইব্রেরী প্রতিনিধি বা হিজিবিজি রিপ্রেজেন্টেটিভের প্রয়োজনীয়তা আবশ্যক । তাই হিজিবিজি সারা বাংলা জুড়ে বাছাই করা কিছু হিজিবিজি রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করছে ।

শুরুর কথা

২০২১ সালের জুলাই মাস, হিজিবিজি আত্মপ্রকাশ করেছিল শুধুমাত্র অনলাইন বাংলা ম্যাগাজিন হিসেবে। ১০ কোটি বাঙালীর দেশে ১০ শতাংশ লেখে আর এক শতাংশ পড়ে , আর বাকিরা জীবন যুদ্ধে আহত সৈনিক । লেখা বা পড়ার এই উৎসাহহীনতায় ভুগতে থাকা বাঙালি জাতি অতীতের আলোকেই আলোকিত, নতুন আলোর খোঁজ চলছে । আবার সোশ্যাল মিডিয়াতে তিনশটি লাইক পেলেই লেখকের গর্বের শেষ নেই। 

bottom of page