top of page

একলা আকাশঃ এগারোটি ছোট গল্পে বোনা নক্সী কাঁথা (বুক রিভিউ)


১। শোক ২। সাক্ষাৎকার ৩। মধুমালতী ৪। অধিকার ৫। স্রোত ৬। এসো মা লক্ষী ৭। পরকীয়া

৮। গৌরী এলো ৯। আজি হতে শতবর্ষ পরে ১০। নিষ্কৃতি ১১। একলা আকাশ


লেখিকা সুজাতা লাহিড়ী চক্রবর্তী বর্তমান বাংলা সাহিত্য জগতে একটি উজ্জ্বল নক্ষত্র । আমাদের রোজকার জীবনে এমন অনেক ছোট বড় ঘটনা ঘটে যার প্রভাব শুধুমাত্র আপনার কছেই গুরুত্বপূর্ণ । আমাদের চারপাশে নিরন্তর ঘটে চলা এই ঘটনা প্রবাহের ঢেউ কখনও আপনার অনুভূতির কেন্দ্রস্থলে এসে আছড়ে পরে । একলা আকাশ বইটি এরকমই কিছু ছোট ছোট অনুভূতির ঢেউ নিয়ে সংকলিত যার প্রতিটি গল্প স্বতন্ত্র , প্রতিটি চরিত্র সজীব । হাজার ভিড়ের মাঝেও প্রতিটি চরিত্র বড় একা , অসহায় ।


গল্প গুলি পড়লে বোঝা যায় প্রতিটি চরিত্র তাদের হাজারো সমস্যাকে সঙ্গী করে প্রতিটি মুহূর্তে তাদের জীবনের একটা সংজ্ঞা নির্দিষ্ট করতে চায় । ভাষার কোনোরকমের বাড়াবাড়ি নেই, সাবলীল ভাবে গল্পেরা নিজেদের ছন্দেই মাতোয়ারা , যেন কোন গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা কোন নদী ।


২০২৪ কলকাতা বইমেলায় আরও একঝাক নতুন গল্পের সংকলন ত্রিবেণীসঙ্গম প্রকাশিত হতে চলেছে । খুব শীঘ্রই বইটির প্রি বুকিং শুরু হতে চলেছে । লেখিকা সুজাতা লাহিড়ী চক্রবর্তী সংক্রান্ত নতুন তথ্যের জন্য লেখিকার নিজস্ব ওয়েব পেজ ফলো করুন ।




একলা আকাশ বইটির গল্প গুলির সংক্ষিপ্ত ই -বুক ভার্সান পড়ুন সম্পূর্ণ বিনামুল্যে । কমেন্ট সেকশনে অবশ্যই আপনার পাঠ প্রতিক্রিয়া জানাবেন ।






52 views1 comment
bottom of page