top of page

হিজিবিজি লাইব্রেরী

Updated: Aug 9



সুধী পাঠক,

জানার অধিকার সকলের আছে, মাধ্যম যাই হোক না কেন। বই পড়ার গুণাগুণ নিয়ে নতুন করে বলার কিছু নেই এবং বই পড়ার অধিকার সবার। সেই অধিকার সুনিশ্চিত করতে হিজিবিজি বদ্ধপরিকর। আসুন সবাই মিলে বই পড়ার অভ্যাসকে ফিরিয়ে নিয়ে আসি। হিজিবিজি র সাথে থাকুন।


বর্তমান সময়ে বই এর ক্রয় মূল্য ক্রমশ সাধারণ মধ্যবিত্ত পাঠক কুলের নাগালের বাইরে ধাবমান। পাড়ায় পাড়ায় সাধারণ গ্রন্থাগার গুলির বেশিরভাগই ধ্বংসাবশেষ বা অন্য কোনো কারণে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বলছেন মোবাইল এ ডিজিটাল বই পড়লে চোখ এবং মস্তিষ্কের যথেষ্ট ক্ষতি হয়। এমতবস্থায় পাঠককুল বই পড়তে চাইলেও , অনেকাংশে বঞ্চিত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে এবং বইকে সহজলভ্য করতে হিজিবিজি একটি পরিকল্পনা করেছে। আশা করা যায় পরিকল্পনাটি আপামর পাঠককুলকে উৎসাহিত করবে এবং সমাজের বিশেষ উপকারে আসবে।


হিজিবিজি প্রকৃত পাঠকদের শ্রদ্ধা করে এবং বই এর সুরক্ষার বিষয়ে আস্থাশীল। লাইব্রেরী পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম-নীতি স্থির করা হয়েছে, যা পরিবর্তিত পরিস্থিতির সাথে পরিবর্তন করা হতে পারে। লাইব্রেরী সংক্রান্ত যে কোন খবর হিজিবিজি অফিসিয়াল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে জানা যাবে।


১) হিজিবিজি লাইব্রেরীর সুবিধাগুলির জন্য হিজিবিজি লাইব্রেরীর সদস্য হতে হবে। graficohijibiji.com ওয়েবসাইটে লাইব্রেরী সদস্য পেজ থেকে আপনি সদস্য হতে পারেন। সদস্যপদ এর অফিসিয়াল নাম কথা ও কাহিনী , রেজিস্ট্রেশন মুল্য প্রতি বছরে ৩৬৫.০০ টাকা। আপনি সদস্যপদ যে কোন সময়ে বাতিল করতে পারবেন। সেক্ষেত্রে বই সংক্রান্ত কোন ফাইন থাকলে এবং দিন প্রতি ১.০০ হিসেবে, যতদিন সদস্য ছিলেন তত দিনের মুল্য বাদ দিয়ে বাকি অর্থ আপনি ফেরত পাবেন। হিজিবিজি লাইব্রেরী থেকে যদি আপনি কোন বই নিয়ে থাকেন, সেই বই সম্পূর্ণ ফেরত না পাওয়া পর্যন্ত আপনাকে সদস্য হিসেবে গন্য করা হবে।

২) আপনার পছন্দের বইটির জন্য হিজিবিজি লাইব্রেরী ক্যাটালগ দেখুন। ওয়েব সাইটের লাইব্রেরী সেকশন থেকে বইগুলি সংগ্রহ করতে পারবেন । অথবা ৯০৩৮৭ ১৬৩৩১ নম্বরে হোয়াটস অ্যাপ করে বই অর্ডার করতে পারবেন । ক্যাটালগে প্রতিটি বই এর জন্য দিনপ্রতি পাঠ মুল্য নির্দিষ্ট করা আছে । পাঠক প্রথম ৩০ দিন বিনামূল্য পড়তে পারবেন, ৩০ দিনের পরে অতিরিক্ত দিনের জন্য সেই হিসাবে মুল্য ধার্য করা হবে ।

৩) প্রতিটি বই এর জন্য দিনপ্রতি পাঠ মুল্য হিসাবে পরবর্তী মাসের ৩০ তারিখ পর্যন্ত মোট দিনের মুল্য অগ্রিম নেওয়া হবে । অগ্রিম মূল্য অতিরিক্ত দিনের হিসেব অনুযায়ী ফেরৎযোগ্য । প্রতি মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে বই ফেরত দেবার বিষয়টি সুনিশ্চিত করতে হবে অথবা পরবর্তী মাসের ৩০ তারিখ পর্যন্ত দিনপ্রতি পাঠ মুল্য অগ্রিম দিতে হবে।

৪) তিন বারের বেশী বই রি নিউ করা যাবে না। চার মাসের মধ্যে সমস্ত বই ফেরত দেবার বিষয়টি সুনিশ্চিত করতে হবে।। আপনার কাছে যদি হিজিবিজি লাইব্রেরীর কোন বই থাকে, তাহলে সেটি ফেরত না পাওয়া পর্যন্ত নতুন বই ইসু করা হবে না।

৫) আপনি একাধিক বই নিতে পারেন। সমস্ত বই এর মোট ওজন ৮৫০ গ্রামের মধ্যে হতে হবে। বই আদান প্রদানের জন্য ১০০.০০ টাকা ডেলিভারি খরচ পাঠককে বহন করতে হবে। বই অর্ডার করার তিন দিনের মধ্যে বই ডেলিভারি করা হবে।

৬) বই এর পাতা মুড়বেন না, ছিড়বেন না, খোলা অবস্থায় বই উল্টো করে রাখবেন না, কিছু লিখবেন না। বই পড়া শুরুর করার আগে ভাল করে দেখে নিন - কোন পাতা ছেঁড়া আছে কিনা বা অন্য কোন রকমের ক্ষতি হয়ে আছে কিনা। সেরকম কিছু নজরে এলে ছবি তুলে ৯০৩৮৭১৬৩৩১ নম্বরে whatsapp করে দিন। আপনার দ্বারা বই -এর কোন রকমের ক্ষতিসাধন হলে ক্ষতির গুরুত্ব অনুযায়ী ফাইন করা হবে।

৭) উপরে উল্লেখিত নিয়ম নীতি গুলি সময় এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করা হতে পারে।

৮) লাইব্রেরী পরিচালনার ক্ষেত্রে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

৯) যে কোন রকমের নতুন তথ্যের জন্য হিজিবিজি অফিসিয়াল ফেসবুক গ্রুপ হিজিবিজি সাহিত্যের আসর ও লাইব্রেরী ফলো করুন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হিজিবিজি কলকাতা

১০) লাইব্রেরী সংক্রান্ত যে কোন অসুবিধা বা পরামর্শের জন্য কমেন্টে লিখুন। যোগাযোগের জন্য whatsapp করুন 9038716331 নম্বরে ।


দ্বিতীয় সংস্করণঃ ৯ই আগস্ট ২০২৩








224 views0 comments

Recent Posts

See All
bottom of page